অভিনেত্রী শশীর বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৪

অভিনেত্রী শারমিন জোহা শশী আজ সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এই আনন্দময় খবরটি তিনি নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।

সোমবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে স্বামীর সঙ্গে একটি হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে শশী লিখেছেন, “আলহামদুলিল্লাহ, আমরা বিবাহিত! ‘রিপ্লাই ১৯৯৮’ সিরিজের মাধ্যমে আমাদের বন্ধুত্ব শুরু হয়েছিল। সেই সম্পর্ক আজ আজীবনের বন্ধনে রূপ নিলো। পরিবারের আশীর্বাদ নিয়ে ছোট পরিসরে একটি অনুষ্ঠানের মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। সবার ভালোবাসা ও দোয়া আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।”

সংবাদ মাধ্যমকে শশী জানিয়েছেন, প্রায় দেড় বছর আগে তাদের পরিচয়। এরপর দীর্ঘদিন ধরে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখেন। চার-পাঁচ মাস আগে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন এবং আজ সে সিদ্ধান্ত বাস্তবায়িত হলো।

জানা গেছে, শশীর স্বামীর নাম খালিদ হোসেন অভি। তিনি একজন ডাবিং ডিরেক্টর এবং ব্রডকাস্টিং মিডিয়া অ্যান্ড কোম্পানির সঙ্গে যুক্ত।

পরিবারের আশীর্বাদে এই নতুন জীবন শুরুর জন্য শশী এবং অভি সবার কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন।

Nagad