পঞ্চগড়ে শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, শীতের তীব্রতায় কাবু মানুষ

পঞ্চগড় সংবাদদাতা:পঞ্চগড় সংবাদদাতা:
প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৪

ফাইল ছবি

উত্তরের হিমালয়ঘেঁষা জেলা পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। উত্তর দিক থেকে আসা তীব্র হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিন রোববার এ তাপমাত্রা ছিল ৯.২ ডিগ্রি সেলসিয়াস।

পৌষ মাসের শুরু থেকে পঞ্চগড়ে ঠান্ডার দাপট বেড়েছে। হিমেল বাতাসে দিনমজুর, চা ও পাথর শ্রমিকেরা কাজ করতে পারছেন না, ফলে আয় কমে গেছে। ছিন্নমূল ও শীতার্ত মানুষজনের জন্য প্রতিটি রাত পরিণত হয়েছে একেকটি দুঃস্বপ্নে। তারা সাহায্যের জন্য বিত্তবানদের প্রতি আবেদন জানাচ্ছেন।

শৈত্যপ্রবাহের কারণে শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ বেড়েছে। সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। চিকিৎসার জন্য হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানিয়েছেন, মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠনকে এই শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পঞ্চগড়ের স্থানীয়রা।

Nagad