সোনার দাম কমল, ভরিতে সর্বোচ্চ ১,৭৭৩ টাকা কমানো হয়েছে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৪

দেশের বাজারে টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর আবার সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি কমিয়ে এক লাখ ৩৮ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। নতুন দাম আগামীকাল রোববার (১৫ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

এর আগে গত ৯ ও ১১ ডিসেম্বর দুই দফায় সোনার দাম বাড়ানো হয়েছিল। সর্বশেষ ১১ ডিসেম্বর দাম বেড়েছিল ভরিতে এক হাজার ৯৩২ টাকা।

নতুন সোনার দর
২২ ক্যারেট: ১,৩৮,৪৯৮ টাকা, ২১ ক্যারেট: ১,৩২,২০০ টাকা, ৮ ক্যারেট: ১,১৩,১১৬ টাকা, সনাতন পদ্ধতি: ৯৩,০২০ টাকা

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবী সোনার দাম কমার প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ২,৫৭৮ টাকায়।

এর আগে গত ১ ডিসেম্বর সোনার দাম কমানো হলেও পরবর্তী সময়ে বিশ্ববাজারের প্রভাব বিবেচনায় তা আবার বাড়ানো হয়েছিল। এবার পরিস্থিতি বিবেচনায় দাম পুনরায় সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

Nagad