প্রতিবন্ধীদের কল্যাণে আলাদা অধিদপ্তর গঠনের অঙ্গীকার তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৪

প্রতিবন্ধী জনগোষ্ঠীর সমস্যাগুলো সমাধানে আলাদা অধিদপ্তর গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “প্রতিবন্ধীরা আমাদের অংশ। তাদের সঙ্গে নিয়েই আমরা একটি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব। বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের জন্য মর্যাদাপূর্ণ ও সক্ষম সমাজ নির্মাণই আমাদের লক্ষ্য।”

শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি ভবনে প্রতিবন্ধী নাগরিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বাক ও শ্রবণ প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী এবং অটিজমে আক্রান্ত ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা ও দাবি-দাওয়া তুলে ধরেন।

তারেক রহমান বলেন, “আমরা সব সময় আপনাদের পাশে ছিলাম এবং থাকব। আপনাদের প্রতিবন্ধকতা আমাদের সবার জন্য চ্যালেঞ্জ। এটি সমাধান ছাড়া আমরা এগোতে পারব না। আগামীতে ক্ষমতায় গেলে প্রতিবন্ধীদের কল্যাণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে প্রতিবন্ধীদের জন্য আলাদা অধিদপ্তর গঠন, জেলা সদর হাসপাতালগুলোতে বিশেষায়িত ইউনিট স্থাপন, প্রত্যন্ত অঞ্চলে মোবাইল হেলথ ক্লিনিক চালু এবং প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ তৈরির কারখানা স্থাপনের ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আপনাদের জীবনসংগ্রামের গল্পগুলো আমাদের অনুপ্রাণিত করে। ভবিষ্যতে আপনাদের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানে পদক্ষেপ নেওয়া হবে।”

Nagad

অনুষ্ঠানে প্রতিবন্ধীদের সাফল্যের উদাহরণ তুলে ধরে তারেক রহমান বলেন, “প্রতিবন্ধীদের কাজ আমাদের শিখিয়েছে যে, চেষ্টা আর দৃঢ়তার মাধ্যমে যে কোনো বাধা জয় করা সম্ভব। আমাদের দায়িত্ব তাদের লড়াইয়ে সম্মান জানানো এবং পাশে থাকা।”

সভায় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-স্বাস্থ্য সম্পাদক পারভেজ রেজা কাকনসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।