দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল অভিশংসিত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৪

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে অবশেষে অভিশংসিত করা হয়েছে। দেশটির পার্লামেন্টের ২০৪ জন সদস্য শনিবার (১৪ ডিসেম্বর) দ্বিতীয় দফায় অভিশংসন প্রস্তাবে সায় দিয়ে প্রেসিডেন্ট ইউনকে সরানোর প্রাথমিক পথ খুলে দিয়েছেন।

এটি একটি গুরুত্বপূর্ণ ভোটাভুটি ছিল, যা প্রেসিডেন্ট ইউনের পদচ্যুতির দিকে প্রথম পদক্ষেপ। তবে, এই অভিশংসন প্রক্রিয়া শেষ হতে কয়েক সপ্তাহও লেগে যেতে পারে, কারণ আইনগত জটিলতা রয়েছে। পরবর্তীতে এই বিষয়ে সাংবিধানিক আদালতে শুনানি হবে। যদি আদালতের নয় সদস্য বিশিষ্ট কাউন্সিলের ছয় জন অভিশংসন প্রস্তাবের পক্ষে মত দেন, তবে প্রেসিডেন্ট ইউনকে স্থায়ীভাবে পদত্যাগ করতে হবে।

অভিশংসন প্রক্রিয়া চলাকালে, প্রেসিডেন্ট ইউন সামরিক আইন জারির পর তা বাতিল করেছিলেন, যা দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছিল। বিরোধী দল তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিশংসন প্রচেষ্টা চালাচ্ছিল।

গত ৩ ডিসেম্বর, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ‘রাষ্ট্রবিরোধী শক্তিকে’ নির্মূল করার ঘোষণা দিয়ে তিনি হঠাৎ করে সামরিক আইন জারি করেছিলেন। পরে বিরোধিতার মুখে সামরিক আইন প্রত্যাহার করতে বাধ্য হন তিনি, যা দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি করে।