শমী কায়সারের জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৪

রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি ও জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সারের হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি আগামী ৬ জানুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে নির্ধারণ করা হয়েছে।

গত ৫ নভেম্বর রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার হন শমী কায়সার। এরপর তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন। রোববার ওই আবেদনটি জমা পড়লেও আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন।

মামলার বিবরণ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে গত ১৮ জুলাই উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে এক কর্মসূচিতে ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদসহ অন্যরা অংশ নেন। সেখানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের হামলা ও গুলিবর্ষণের ঘটনায় ইশতিয়াক মাহমুদ গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়। শমী কায়সার মামলায় ২৪ নম্বর এজাহারভুক্ত আসামি।

উল্লেখ্য, শমী কায়সার নব্বই দশকের একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সার ও ঔপন্যাসিক-সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের সন্তান। কোটা সংস্কার আন্দোলনের সময় সরকারের পক্ষে অবস্থান নিয়ে শমী ব্যাপক সমালোচনার মুখে পড়েন।

Nagad