ফেব্রুয়ারিতে হতে পারে ডাকসু নির্বাচন: প্রক্টর ড. সাইফুদ্দিন আহমদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমদ জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
রোববার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান তিনি।


ড. সাইফুদ্দিন আহমদ বলেন, ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের মতামত জানার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এবং এটি সহজতর করবে। তবে তিনি জানান, নির্বাচনের পথে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। ডাকসুর গঠনতন্ত্র নিয়ে ছাত্র সংগঠনগুলোর আপত্তি এবং ডাকসুর সভাপতি হিসেবে উপাচার্যের উপস্থিতি বিষয়ে বিতর্ক রয়েছে। এছাড়া স্লোগান দেওয়ার এবং পোস্টার লাগানোর বিষয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে নানা প্রস্তাব এসেছে। তবে সবার মতামত গ্রহণ করে, তিনি জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির শুরুর দিকে ডাকসু নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছেন।