‘খেলাপি ঋণের নতুন নীতিতে পোশাক খাতে ধাক্কা লাগতে পারে’

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৪

বাংলাদেশ ব্যাংকের নতুন খেলাপি ঋণ নীতিমালা কার্যকর হলে তৈরি পোশাক শিল্পে বড় ধরনের ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতারা। তাদের মতে, এই নীতিমালা বিনিয়োগ এবং কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা দেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলবে।

শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি ও শিল্প কারখানার নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব মন্তব্য উঠে আসে। সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেন।

মতবিনিময় সভায় বিজিএমইএসহ বিভিন্ন ব্যবসায়ী ও বাণিজ্য সংগঠনের নেতারা দেশের শিল্পখাতের নিরাপত্তা, গ্যাস সরবরাহ ঘাটতি এবং ব্যাংকিং খাতের সমস্যা নিয়ে আলোচনা করেন। সম্প্রতি একটি কারখানার উচ্চপদস্থ কর্মকর্তার ওপর হামলার প্রসঙ্গ তুলে তারা বলেন, এমন ঘটনা উদ্যোক্তাদের নিরুৎসাহিত করছে এবং সামগ্রিক শিল্পখাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

নেতারা সরকারের কাছে শিল্পাঞ্চলগুলোতে সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, সব শিল্প কারখানার নিরাপত্তা নিশ্চিত করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করার আহ্বান জানান।

বাণিজ্য নেতারা এলডিসি তালিকা থেকে বাংলাদেশের উত্তরণকে গুরুত্বপূর্ণ উল্লেখ করলেও বলেন, এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কিছু বাণিজ্যিক সুবিধা হারানোর আশঙ্কা রয়েছে। তাই বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির জন্য এলডিসি গ্র্যাজুয়েশনের সময়সীমা আরও ৩-৬ বছর বাড়ানোর প্রস্তাব দেন তারা।

সভায় উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তপন চৌধুরী, এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান, বিকেএমই সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা।

Nagad

তারা একমত পোষণ করেন যে, দেশের শিল্প ও অর্থনীতির প্রবৃদ্ধি ধরে রাখতে নীতিগত সমন্বয় ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা জরুরি।