অপপ্রচার সত্ত্বেও দেশের অর্থনীতি আগের চেয়ে ভালো: অর্থ উপদেষ্টা
দেশের অর্থনীতির অগ্রগতির বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, “বাইরে থেকে নানা অপপ্রচার হলেও দেশের সামষ্টিক অর্থনীতি আগের তুলনায় অনেক ভালো অবস্থানে রয়েছে।”
শনিবার (৭ ডিসেম্বর) সাভারের ব্র্যাক সিডিএমে আয়োজিত একটি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের নলেজ ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট এই কর্মশালার আয়োজন করে।


ড. সালেহ উদ্দিন বলেন, “ব্যাংকগুলো একসময় তারল্য সংকটে ভুগছিল। কারণ দুর্নীতির মাধ্যমে অর্থ পাচার হয়েছে। তবে আমানতকারীদের স্বার্থ রক্ষায় ব্যাংকগুলোকে সহযোগিতা করা হচ্ছে। সংকট মোকাবিলায় বাজারে টাকা ছাপানো হয়েছে, তবে সেটা আগের মতো নয়। বন্ড ইস্যুর মাধ্যমে সেই টাকা বাজার থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।”
তিনি আরও বলেন, “এই অর্থ সরাসরি ব্যবসা-বাণিজ্যে ব্যবহৃত হবে। বড় প্রকল্পে বা অনিয়মে এই অর্থ ব্যবহার হবে না। এটি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।”
অর্থ উপদেষ্টা বলেন, “দেশে উন্নয়ন সহযোগী (ডোনার) সংস্থাগুলোর আগ্রহই প্রমাণ করে যে অর্থনীতিতে ভালো কিছু হচ্ছে। যদিও জনগণের প্রত্যাশা অনেক বেশি এবং স্বল্প সময়ের মধ্যে তা পূরণ করা কঠিন, তবে আমরা সঠিক পদক্ষেপ নিচ্ছি।”
ড. সালেহ উদ্দিন জানান, “বাইরে থেকে অপপ্রচার চালানো হলেও দেশের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা এসেছে। আরও বেশ কিছু পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে পরিস্থিতি আরও উন্নত হবে।”
তিনি আশা প্রকাশ করেন, সরকারের পরিকল্পিত উদ্যোগগুলোর মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।