গণহত্যার স্বীকৃতি ভারতকে দিতে হবে: উপদেষ্টা মাহফুজ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৪

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, শেখ হাসিনা সরকারের আমলে ঘটে যাওয়া গণহত্যার স্বীকৃতি ভারতকে দিতে হবে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম জানান, গত জুলাইয়ে গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে, তার আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন। তিনি বলেন, “ভারতের কাছ থেকে এ বিষয়ে ইতিবাচক উদ্যোগ আশা করছি। আমরা আমাদের জায়গা থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব।”

ভারতীয় মিডিয়ার ভূমিকাকে প্রশ্নবিদ্ধ উল্লেখ করে মাহফুজ বলেন, “তাদের অপপ্রচার দুই দেশের সম্পর্ককে হুমকির মুখে ফেলছে। এসব রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং শিগগিরই এর ফলাফল দৃশ্যমান হবে।”

এ সময় বাংলাদেশের গণমাধ্যমের প্রতি সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান তিনি।

ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আমরা একটি পরিবার। মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে আমাদের ভ্রাতৃত্ব অটুট রাখতে হবে।”

তিনি দুর্গাপূজাকে জাতীয় উৎসবে পরিণত করার সরকারি উদ্যোগের প্রশংসা করে বলেন, “সংখ্যালঘু নির্যাতনের অভিযোগগুলোতে অনেক সময় তথ্যের ফারাক পাওয়া যাচ্ছে। এসব সমাধানে সঠিক তথ্য নিশ্চিত করা জরুরি।”

Nagad

গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এর পর থেকেই ভারত-বাংলাদেশ সম্পর্ক চ্যালেঞ্জের মুখে পড়ে।

সম্প্রতি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং জামিন না মঞ্জুর হওয়ায় চট্টগ্রামে সংঘর্ষ হয়, যেখানে আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে।

জাতীয় ঐক্যের ডাক দিয়ে ড. ইউনূস বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

উল্লেখ্য, ভারতের গণমাধ্যমের অপপ্রচারের বিরুদ্ধে ধারাবাহিক বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। এতে রাজনৈতিক ও ধর্মীয় নেতারা অংশ নিচ্ছেন।