ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ১৫ বছর পর টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ
তাইজুল ইসলামের অসাধারণ বোলিংয়ে ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট ম্যাচ জিতেছে বাংলাদেশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) জ্যামাইকার কিংস্টনের স্যাবাইনা পার্কে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ১০১ রানের বড় জয় তুলে নিয়েছে টাইগাররা। এর মাধ্যমে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে বাংলাদেশ।
প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ১৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ওপেনার সাদমান ইসলাম করেন সর্বোচ্চ ৬৪ রান।


ওয়েস্ট ইন্ডিজও ভালো করতে পারেনি। নাহিদ রানার ৫ উইকেট শিকারের সৌজন্যে তারা মাত্র ১৪৬ রানে অলআউট হয়। এতে বাংলাদেশ প্রথম ইনিংস থেকে ১৮ রানের লিড পায়।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ভালো শুরু করলেও চতুর্থ দিনের প্রথম সেশনেই ২৬৮ রানে অলআউট হয়। জাকের আলির দৃঢ়তায় এ রান সংগ্রহ করে টাইগাররা। তিনি ৫ ছক্কা ও ৮ চারের মারে ৯১ রান করেন। সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে থাকতে আউট হন জাকের। সাদমান ও মিরাজ যথাক্রমে ৪৬ এবং ৪২ রান করেন।
২৮৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৫৭ রানে ২ উইকেট হারায়। তবে ক্রেইগ ব্রাফেট (৪৩) ও কেভাম হজ (৫৫) জুটি দলের ভরসা ফেরায়। এই জুটিকে ভেঙে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তাইজুল ইসলাম।
শেষ পর্যন্ত ক্যারিবিয়ানরা ৫০ ওভারে ১৮৫ রানে অলআউট হয়। তাইজুল নেন ৫ উইকেট, আর তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ নেন ২টি করে উইকেট।
এই জয়ে ২০০৯ সালের সাফল্যকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। সেই বছর ওয়েস্ট ইন্ডিজে দুই টেস্টেই জিতেছিল টাইগাররা। চলতি বছর এটি বাংলাদেশের তৃতীয় টেস্ট জয়, যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে টাইগারদের সেরা সাফল্য। এর আগে পাকিস্তানের মাটিতে দুই টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।