ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, এ বছর প্রাণহানি ছাড়াল ৫০০

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৫০৪ জনে পৌঁছেছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২৯ জন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক ডেঙ্গু রোগী ভর্তির মধ্যে ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশন ছাড়া) ১৩৩ জন, ঢাকা উত্তর সিটিতে ১১৩ জন, দক্ষিণ সিটিতে ১১১ জন, খুলনায় ৯২ জন, বরিশালে ৫৫ জন, চট্টগ্রামে ৫৪ জন, ময়মনসিংহে ৩০ জন, রাজশাহীতে ২৮ জন, রংপুরে ১২ জন এবং সিলেটে একজন।

গত একদিনে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৪২ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯০ হাজার ৬২৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৩ হাজার ৬৮৫ জন। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা সচেতনতা এবং দ্রুত চিকিৎসার ওপর গুরুত্বারোপ করেছেন।

Nagad