বিসিএস ক্যাডার বিয়ে করতে চান ভাবনা
জনপ্রিয় অভিনেত্রী ও মডেল আশনা হাবিব ভাবনা সম্প্রতি জানিয়েছেন, বিয়ের জন্য বিসিএস ক্যাডার পাত্রকেই বেছে নেবেন। এক অনুষ্ঠানে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, তার মা-বাবাও তাকে বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য উৎসাহিত করেন।
ভাবনা জানান, বয়সসীমা বাড়ানোর কারণে তিনি বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার কথাও ভাবছেন। ছোটবেলা থেকেই তার প্রতি ছেলেদের আগ্রহের কথা উল্লেখ করে তিনি জানান, বিষয়টি তার ভালো লাগে।


এ প্রসঙ্গে ভাবনা বলেন, আমার মা-বাবা এখনও বলেন যে তুমি বিসিএস পরীক্ষাটা দাও, আমি দিতেও পারি। গেল বছরও আব্বু আমাকে বিসিএসের কথা বলেছে। যদিও আমার বয়স আছে এখনও বিসিএস দেওয়ার।
এ সময় বিসিএস পরীক্ষা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে জানতে পেরে উচ্ছ্বসিত হয়ে ভাবনা বলেন, ওয়াও, তাহলে আমি বিসিএস পরীক্ষা দেব।
প্রসঙ্গত, ‘নট আউট’ নাটকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন ভাবনা। পরে তিনি একের পর এক টিভি ধারাবাহিকে কাজ করতে থাকেন। ২০১৭ সালে ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় ভাবনার।