তারেক রহমান শিগগির দেশে ফিরবেন: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা ছিল বিদেশি শক্তির পরিকল্পিত ষড়যন্ত্র। এই হামলার সঙ্গে বিএনপি কখনোই জড়িত ছিল না। উদ্দেশ্য ছিল দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসানো।

রোববার (১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরামের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, “সাজানো মামলা ও ভিত্তিহীন অভিযোগের ওপর ভিত্তি করে তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছিল। তবে আজ আমরা সুখবর পেয়েছি—সেই মামলায় তারেক রহমান খালাস পেয়েছেন। তিনি শিগগিরই দেশে ফিরবেন।”

আব্বাস আরও বলেন, বিএনপি ন্যায়বিচার পায়নি, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছে। তারেক রহমান অত্যাচার সহ্য করেছেন এবং এখন সুস্থ হয়ে দেশে ফেরার অপেক্ষায়।

তিনি আওয়ামী লীগকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে বলেন, “তারা ব্যাংক লুট করেছে, মানুষ গুম-খুন করেছে। আওয়ামী লীগ ও গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না। কিন্তু বিএনপি সবসময় গণতন্ত্রের পক্ষে ছিল এবং থাকবে।”

আলোচনা সভায় স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ সভাপতিত্ব করেন।

Nagad