বেশি ছবি আপলোড করতে পারি না: মাহিয়া মাহি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৪

ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি অভিনয় গুণে দর্শকদের মুগ্ধ করলেও বর্তমানে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন। সম্প্রতি ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “আমি আবার বেশি ছবি আপলোড করতে পারি না।”

ছবিতে দেখা যায়, খোলা চুলে রেস্টুরেন্টে কফি ও কেক উপভোগ করছেন মাহি। ধূসর টি-শার্ট পরা মাহির হাসি ও চাহনিতে ভক্তরা মুগ্ধ।

প্রসঙ্গত, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। তার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন। তাদের সংসারে একটি পুত্রসন্তানও রয়েছে। কিন্তু দাম্পত্য জীবনের আড়াই বছর মাথায় আলাদা হয়ে যান এই দম্পতি।