শারীরিক চাহিদা মেটানোই জীবনের সব নয়: এ আর রহমান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৪

সম্প্রতি ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। স্ত্রী সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদের খবরে ভক্তরা যেমন হতবাক, তেমনই এটি রহমান ও তার পরিবারের জন্য গভীর ক্ষতের মতো।

এক সাম্প্রতিক অনুষ্ঠানে রহমান মানসিক স্বাস্থ্য ও সংগীতের ভূমিকা নিয়ে কথা বলেন। তিনি বলেন, “শারীরিক চাহিদা মেটানো জীবনের সব নয়। আমাদের মধ্যে শূন্যতা বা অবসাদ অনেক সময় গ্রাস করে। সংগীত, দর্শন কিংবা গল্প এই শূন্যতা দূর করতে পারে। জীবনের পরিধি এর চেয়েও অনেক বড়।”

এক পুরোনো সাক্ষাৎকারে রহমান জানিয়েছিলেন, তার জীবনে সংগীত শান্তি এনেছে। একসময় আত্মহত্যার চিন্তা করলেও মায়ের পরামর্শ ও সংগীত তাকে সেই অন্ধকার থেকে মুক্তি দেয়। তার মায়ের কথায়, “অন্যের জন্য বাঁচলে জীবনের অর্থ খুঁজে পাওয়া যায়।”

বিচ্ছেদের কারণ হিসেবে আইনজীবীরা দাম্পত্যের তিক্ততাকে দায়ী করেছেন। খবরটি প্রকাশ্যে আসার পর ভক্তদের মাঝে ব্যাপক আলোচনা চলছে।