ইউক্রেনে রাশিয়ার অগ্রগতি, এক মাসে লন্ডনের অর্ধেক এলাকার সমান দখল
টানা আড়াই বছর ধরে ইউক্রেনে আগ্রাসন চালিয়ে যাওয়া রাশিয়া সাম্প্রতিক সময়ে হামলার গতি বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, ২০২২ সালের শুরুর দিনগুলোর তুলনায় রাশিয়ান বাহিনী এখন অনেক দ্রুত অগ্রসর হচ্ছে।
রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত এক মাসে রুশ সেনারা লন্ডনের আয়তনের অর্ধেক সমান ইউক্রেনের এলাকা দখল করেছে। রাশিয়ার সেনাবাহিনী গত সপ্তাহেই ২৩৫ বর্গকিলোমিটার এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে, যা চলতি বছরের জন্য সাপ্তাহিক রেকর্ড।


২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধে রাশিয়া ইউক্রেনের চারটি প্রদেশের আংশিক দখল নিয়ে এখন দেশটির প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সামরিক সহায়তার পরও রুশ বাহিনীর অগ্রগতি অব্যাহত রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ায় যুদ্ধ আরও বিপজ্জনক পর্বে প্রবেশ করেছে।
এদিকে, চলমান সংঘাতে হতাহতের সঠিক সংখ্যা প্রকাশ না হলেও পশ্চিমা গোয়েন্দা সূত্রগুলো এটি কয়েক লাখ বলে অনুমান করছে।