কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত, আহত ৩
কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত এবং তিনজন আহত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেসের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রফিক মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান বেগম ও সাজু মিয়া। বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, চারজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। রেলওয়ে পুলিশ আইনগত প্রক্রিয়া পরিচালনা করছে।


এ বিষয়ে ওসি আজিজুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসেছি। নিহতদের পরিবার মরদেহগুলো নিয়ে গেছে। রেলওয়ে পুলিশ বাকি আইনি প্রক্রিয়া চালাবে।