পত্রিকা অফিসে ভাঙচুর বা বন্ধের চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৪

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, পত্রিকা অফিসে ভাঙচুর বা বন্ধের জন্য চাপ প্রয়োগ কোনোভাবেই সহ্য করা হবে না। এ ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রথম আলো অফিসে সাম্প্রতিক ভাঙচুরের প্রসঙ্গে তিনি বলেন, “গণমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা অবশ্যই শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে প্রকাশ করতে হবে। ভাঙচুরে জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও বলেন, “পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে। আমরা সন্দেহ করছি, এ ঘটনায় দেশের ভেতর ও বাইরের কিছু পক্ষ জড়িত। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

নাহিদ ইসলাম সবাইকে সংযম ও দায়িত্বশীলতার আহ্বান জানিয়ে বলেন, “দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকুন।”

সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

Nagad