অটোরিকশা আপাতত চলবে,, হাইকোর্টের আদেশ স্থগিত এক মাস

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৪

ঢাকা মহানগরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের ওপর এক মাসের স্থিতাবস্থা জারি করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে অটোরিকশা চলাচলে আপাতত কোনো আইনি বাধা নেই।

সোমবার (২৫ নভেম্বর) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে, ১৯ নভেম্বর হাইকোর্ট তিন দিনের মধ্যে অটোরিকশা বন্ধের নির্দেশ দিয়েছিল।

হাইকোর্টের আদেশের পর রাজধানীতে অটোরিকশা চালকরা বিক্ষোভে নামেন। সড়ক ও রেলপথ অবরোধ করে দাবি জানান তারা। গতকাল জাতীয় প্রেস ক্লাবসহ বিভিন্ন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে অটোরিকশা চালকরা।

এদিন আলোচনার ভিত্তিতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে বৈঠকের পর আন্দোলন স্থগিত করেন তারা। সোমবার রাষ্ট্রপক্ষের আপিলের প্রেক্ষিতে চেম্বার আদালত স্থিতাবস্থা ঘোষণা করে।