রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পশ্চিমা দেশগুলো ঠেকাতে পারবে না : পুতিন
কিয়েভের হামলার জবাবে রাশিয়া নতুন একটি মধ্যম-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম নয়।
পুতিন জানান, শব্দের চেয়ে ১০ গুণ দ্রুতগামী এই ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে ওরেশনিক, যা পারমাণবিক বা প্রচলিত উভয় ধরনের ওয়ারহেড বহনে সক্ষম।


পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাব্রিনা সিং জানান, এটি আরএস-২৬ রুবেজ ইন্টারকন্টিনেন্টাল ক্ষেপণাস্ত্রের ভিত্তিতে তৈরি। এর প্রাণঘাতী সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
পুতিন বলেন, “যেসব দেশ তাদের অস্ত্র আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে দেয়, তাদের সামরিক স্থাপনায় এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হতে পারে।”
ডিনিপ্রোতে ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্র কারখানায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তবে পুতিন দাবি করেন, বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার সুযোগ দিতে আগাম সতর্কতা জারি করা হয়েছিল।
ইউক্রেন দাবি করেছে, ডিনিপ্রো হামলায় একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, যা একটি পুনর্বাসন কেন্দ্র ক্ষতিগ্রস্ত করে এবং দুজনকে আহত করে।