অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন পূজা চেরি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৪

ঢালিউড সুপারস্টার শাকিব খানের আয়োজিত এক ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি।

সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে নীল স্লিভলেস গাউনে উপস্থিত হন পূজা। চলন্ত সিঁড়ি দিয়ে নামার সময় তার পোশাকের নিচের অংশ সিঁড়ির ফাঁকে আটকে যায়। সঙ্গে থাকা কয়েকজনের দ্রুত সহায়তায় তা ছাড়ানো সম্ভব হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে অনেকে উদ্বেগ প্রকাশ করেন। এক ভক্ত লিখেছেন, “ভাগ্যিস বড় কিছু হয়নি। সাবধান থাকা উচিত।” তবে অন্য কেউ কটাক্ষ করে মন্তব্য করেছেন, “যে পোশাক সামলাতে পারে না, সে পোশাক পরার কী দরকার?”

অনুষ্ঠানে শাকিব খান ছাড়াও উপস্থিত ছিলেন সিয়াম আহমেদ, পরীমণি, বিদ্যা সিনহা মিম, দীঘিসহ ঢালিউডের শীর্ষ তারকারা।