অপরিহার্য সংস্কারের পর দ্রুত নির্বাচন হবে: আইন উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৪

সংগৃহীত ছবি

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার অপরিহার্য সংস্কারের কাজ শেষ করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার পরিকল্পনা করছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের ১০০ দিনের কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখন বলা সম্ভব নয়। তবে আমরা খুব জরুরি কিছু সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিতে চাই। আমাদের লক্ষ্য হলো সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা। ভুয়া নির্বাচন যেমন আমরা চাই না, তেমনি ভবিষ্যতেও এমন নির্বাচন হওয়ার কোনো সুযোগ রাখতে চাই না।”

আইন উপদেষ্টা আরও জানান, অন্তর্বর্তী সরকারের বেশিরভাগ উপদেষ্টা নিজ নিজ পেশায় ফিরে যাওয়ার জন্য আগ্রহী। তিনি বলেন, “আপনারা বিশ্বাস করুন, এই সরকারের অধিকাংশ সদস্য দ্রুত নিজেদের পেশায় ফিরতে চান। চার বছরের মতো দীর্ঘ সময় থাকার কোনো পরিকল্পনাই আমাদের নেই।”