যমুনা ফিউচার পার্কে বিশৃঙ্খলার মুখে পরীমনি, উদ্বোধন ছাড়াই চলে গেলেন
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি বিভিন্ন কাজে বরাবরই আলোচনায় থাকেন। সিনেমার পাশাপাশি ওটিটিতে কাজ এবং সোশ্যাল মিডিয়ায় সরব উপস্থিতি তাকে ভক্ত-অনুরাগীদের প্রিয়মুখে পরিণত করেছে। পণ্যের প্রচারেও প্রায়ই দেখা যায় তাকে।
তেমনই একটি শোরুম উদ্বোধনের আমন্ত্রণে গত শনিবার (১৬ নভেম্বর) যমুনা ফিউচার পার্কে গিয়েছিলেন পরীমনি এবং অভিনেতা ডি এ তায়েব। তবে অনুষ্ঠানের বিশৃঙ্খল পরিবেশের কারণে কাজ শেষ না করেই দ্রুত স্থান ত্যাগ করতে বাধ্য হন পরীমনি।


কি ঘটেছিল?
পরীমনি নির্ধারিত সময়ের অনেক পরে শোরুম উদ্বোধনের জায়গায় পৌঁছান। এ সময় তাকে দেখতে ভিড় জমায় অসংখ্য মানুষ। পরিস্থিতি সামাল দিতে শোরুম মালিকেরা ভেতরে কাউকে প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নেন। এতে উপস্থিত লোকজনের মধ্যে অসন্তোষ তৈরি হয়।
শোরুম উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য স্টেজে আসেন পরীমনি ও ডি এ তায়েব। কিন্তু স্টেজের সামনেও নিরাপত্তাকর্মীদের বাধার মুখে দর্শক ও সাংবাদিকদের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডা হয়। এমনকি কয়েকজনের গায়ে হাত তোলার অভিযোগ ওঠে।
এক পর্যায়ে পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে। উপস্থিত জনতা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করে, যা পরীমনিকেও লক্ষ্য করে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন তিনি। ভিডিও ফুটেজে পরীমনিকে বলতে শোনা যায়, ‘আপনারা যে এই স্লোগানটি দিচ্ছেন, এটা কিন্তু আমার ওপরও পড়ছে।’
পরে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আয়োজকদের ব্যর্থতার জন্য ক্ষোভ প্রকাশ করেন পরীমনি। তিনি লিখেন, ‘যেখানে আমার সাংবাদিক ভাই, বন্ধু, সহকর্মীরা অসম্মানিত হয়, সেখানে আমি কীভাবে সম্মানিত বোধ করব! সুন্দরভাবে আয়োজন করতে না পারলে সেই ব্যর্থতা কারো ক্ষমতায় ঢাকা যাবে না। সম্মান বজায় রাখতে সবাইকে সংবেদনশীল হওয়ার আহ্বান জানাই।’
এ ঘটনায় আয়োজকদের দায়িত্বজ্ঞানহীন আচরণ এবং বিশৃঙ্খল পরিবেশ নিয়ে সমালোচনা চলছে।