ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’, একিউআই স্কোর ২৩৪

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪

ছবি: শাহজালাল রোহান

ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি শীতের শুরুতেই উদ্বেগজনক হয়ে উঠেছে। আজ রোববার (১৭ নভেম্বর) সকাল ৮টা ৫১ মিনিটে বায়ু মান সূচক (একিউআই) অনুযায়ী ঢাকার স্কোর দাঁড়িয়েছে ২৩৪, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।

এদিন দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল চতুর্থ। তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি (একিউআই স্কোর ৬৭৩), দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর (৩৫৮)।

একিউআই অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো, ৫১-১০০ মাঝারি এবং ১০১-১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। ২০১-৩০০ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-৪০০ স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণসাইটের ধুলো ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ। এর ফলে শ্বাসকষ্ট, কাশি, ফুসফুসের সংক্রমণ এবং বিষণ্নতার মতো স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। শিশু, প্রবীণ এবং অন্তঃসত্ত্বা নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বায়ুদূষণ নিয়ে তথ্য প্রকাশ করে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিদিন একিউআই স্কোরের মাধ্যমে নির্দিষ্ট শহরের বাতাসের মান ও সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে মানুষকে সচেতন করা হয়।

Nagad