বিয়ে করছেন কবে ববি?
দেশের পট পরিবর্তনের পর বিনোদন অঙ্গন কিছুটা থমকে গেলেও এখন পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে। ঢালিউড ইন্ডাস্ট্রিতে আবার নতুন ছবির আগমন ঘটছে। সম্প্রতি ঢালিউড মেগাস্টার শাকিব খানের ছবির উন্মাদনার মাঝেই নতুন খবর এসেছে।
‘বউ’ নামক একটি ছবি নির্মাণ করেছেন কে এ নিলয়, যেখানে অভিনয় করবেন ঢাকাই চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ঢাকার এফডিসিতে আয়োজিত মহরত অনুষ্ঠানে ববি বলেন, দেশের সব জায়গাতেই টুকটাক সিনেমার কাজ হচ্ছে।


নতুন বাংলাদেশের প্রসঙ্গে ববি বলেন, “ট্রানজিশন পিরিয়ডে সবকিছুতেই টানাপড়েন থাকে। আমি পজিটিভ মানুষ, সবসময় সম্ভাবনা দেখি। আশা করি, নতুন বাংলাদেশের নতুন গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হতে পারব।”
ছবির মহরত অনুষ্ঠানে বিয়ে প্রসঙ্গেও কথা বলেন ববি। তিনি জানালেন, বর পেলেই বিয়ে করবেন। তার কথায়, “বর পেলেই বিয়ে!”
‘বউ’ ছবির শুটিং চলতি মাসের শেষে শুরু হবে এবং দ্রুত শেষ করা হবে। নতুন বছরের মাঝামাঝি সিনেমাটি মুক্তি পাবে। ববিকে সর্বশেষ দেখা গেছে ‘ময়ূরাক্ষী’ সিনেমাতে, যা গত ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল। তবে প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হয়েছিল সিনেমাটি এবং ছবির পরিচালকের সঙ্গে দ্বন্দ নিয়েও আলোচনায় ছিলেন ববি।