নিখোঁজের তিন দিন পর লেক থেকে সাত টুকরো লাশ উদ্ধার শিল্পপতির
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি লেক থেকে শিল্পপতি জসিম উদ্দিন মাসুমের সাত টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার কুড়িল-কাঞ্চন সড়কের পাশে তিনটি পলিথিন ব্যাগে লাশের খণ্ডাংশ পাওয়া যায়। নিহতের বড় ছেলে ওবায়দুল ইসলাম শিবু দাড়ি, নখ ও পায়ের চিহ্ন দেখে লাশ শনাক্ত করেন।
জানা গেছে, ১০ নভেম্বর বিকেলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন জসিম উদ্দিন। গুলশান থানায় জিডি করার পর তদন্তে বেরিয়ে আসে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। লাশ রূপগঞ্জে ফেলার আগে ঢাকার কোনো বাসায় হত্যাকাণ্ড ঘটানো হয় বলে ধারণা করছে পুলিশ।


পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে সিআইডি ও পিবিআই সদস্যরা আলামত সংগ্রহ করেছেন এবং হত্যায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, ওই ব্যক্তি অন্তত তিন দিন আগে মারা গেছেন বলে ধারণা করছি। হত্যার পর তাঁর দেহের বিভিন্ন অংশ কেটে টুকরা করে পলিথিন ব্যাগে ভরে লেকে ফেলে দেওয়া হয়। তাঁর শরীরের দুটি অংশ এখনও পাওয়া যায়নি। আমরা যথাসম্ভব খুঁজেও পাইনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
এদিকে থানা পুলিশের পাশাপাশি ঘটনাস্থল থেকে সিআইডি ও পিবিআই সদস্যরা আলামত সংগ্রহ করেছেন। খণ্ডিত টুকরা পচে-গলে যাওয়ায় ফিঙ্গারপ্রিন্ট থেকে মরদেহ শনাক্ত করা যাচ্ছিল না। পরে জিডির সূত্র ধরে মরদেহের পরিচয় নিশ্চিত হয়।