বাংলাদেশে মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা রক্ষার আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বাংলাদেশে মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা রক্ষার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার, মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল জানান, যুক্তরাষ্ট্র ভিন্নমতাবলম্বী ও বিরোধী দলের মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারে দৃঢ়ভাবে সমর্থন করে। তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের জন্য এ ধরনের স্বাধীনতা অত্যন্ত জরুরি।’
ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্যাটেল বাংলাদেশে সম্প্রতি অনুষ্ঠিত আওয়ামী লীগের কর্মসূচিতে বাধা প্রদানের ঘটনা ও সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিলের বিষয়ে কথা বলেন। তিনি উল্লেখ করেন, একটি মুক্ত গণমাধ্যম দেশের পরিস্থিতি তুলে ধরার জন্য অপরিহার্য, এবং সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে দেখতে হবে।


এছাড়া যুক্তরাষ্ট্র থেকে জানানো হয়েছে যে, বাংলাদেশের গণমাধ্যমের ওপর কোনও বিধি-নিষেধ আরোপ করা হলে তা দুঃখজনক হবে। সাংবাদিকদের অধিকার সংরক্ষণে যুক্তরাষ্ট্র সবসময় অবিচল থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর কাছে সংবাদপত্র ও গণমাধ্যম গুরুত্বপূর্ণ। আমরা উৎসাহিত করার পাশাপাশি নিশ্চিত করতে চাই যে, সাংবাদিকদের অধিকার ও স্বাধীনতাকে যথাযথভাবে সম্মান করা হচ্ছে।