পৃথিবী সুরক্ষায় শূন্য কার্বন ও বর্জ্যবিহীন জীবনধারার আহ্বান ড. ইউনূসের
জলবায়ু সংকট মোকাবিলায় পৃথিবীকে রক্ষা করার জন্য শূন্য কার্বন ও শূন্য বর্জ্যের ভিত্তিতে একটি নতুন জীবনধারা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
আজারবাইজানের বাকুতে কপ২৯ ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিটে ড. ইউনূস বলেন, “বেঁচে থাকার জন্য আমাদের নতুন সংস্কৃতির প্রয়োজন। এমন এক সংস্কৃতি, যা নিত্যপণ্যের সীমিত ব্যবহারের ওপর ভিত্তি করে বর্জ্যহীন সমাজ গড়ে তুলবে।”


তিনি বলেন, এই জীবনধারায় কোনো জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হবে না, বরং পুনঃনবায়নযোগ্য শক্তির ওপর ভিত্তি করে এমন একটি অর্থনীতি তৈরি করতে হবে, যা সামাজিক ব্যবসার মাধ্যমে শূন্য মুনাফা অর্জন করবে।
ড. ইউনূস উল্লেখ করেন, “জলবায়ু সংকটের কারণে মানব সভ্যতা এখন গুরুতর ঝুঁকির মুখে। আমরা এমন একটি জীবনধারা বেছে নিয়েছি, যা পরিবেশের বিরুদ্ধে কাজ করে এবং আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় একটি নতুন, আত্ম-সংরক্ষণ ও আত্ম-শক্তিশালী সভ্যতা গড়ে তোলার জন্য আমাদের যুবশক্তি, আর্থিক এবং বুদ্ধিবৃত্তিক সক্ষমতাকে কাজে লাগাতে হবে।”
তিনি আরও বলেন, “সাশ্রয়ী স্বাস্থ্যসেবা ও শিক্ষার মাধ্যমে মানুষের জীবন আরও গুণগতভাবে উন্নত হবে এবং এটি যুবকদের উদ্যোক্তা হওয়ার পথ সুগম করবে। উদ্যোক্তাকেন্দ্রিক শিক্ষা চালু করে তরুণদের কর্মসংস্থানের বদলে উদ্যোক্তা তৈরি করতে হবে।”
নতুন এই জীবনধারা চাপিয়ে দেওয়া হবে না বরং এটি হবে একটি পছন্দ। ড. ইউনূস বলেন, প্রতিটি যুবক তিনটি শূন্য লক্ষ্যের জন্য এগিয়ে যাবে—শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ এবং শূন্য বেকারত্ব।
তিনি বলেন, “আমরা যদি একসঙ্গে স্বপ্ন দেখি, তবে এই নতুন পৃথিবী গড়ে তোলা সম্ভব হবে।”