‘দায়িত্ব নিয়েই বঙ্গবন্ধুর ছবি সরালেন ফারুকী: সংস্কৃতি মন্ত্রণালয়ে নতুন বিতর্ক’
দায়িত্ব গ্রহণের পরই সংস্কৃতি মন্ত্রণালয়ের দপ্তর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়েছেন খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী। মঙ্গলবার রাতে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী এক ফেসবুক পোস্টে এ তথ্য প্রকাশ করেন।
শিবলী লিখেছেন, “সোমবার পর্যন্ত আমাদের দপ্তরে শেখ মুজিবের ছবি ছিল। তবে দায়িত্বপ্রাপ্ত ফারুকী আজ অফিস থেকে সেই ছবি সরিয়েছেন। সংস্কৃতি মন্ত্রণালয়ে এরকম পদক্ষেপ নেওয়া সম্ভবত তার দ্বারাই প্রথম।” শিবলী আরও উল্লেখ করেন, ফারুকীর মধ্যে এমন মনোভাব লক্ষ্য করেছেন যা তাকে বিশ্বাস রাখতে সহায়তা করে।


তিনি আরও লিখেছেন, “ফারুকী একজন যোগ্য মানুষ, তার পরিচালনার দক্ষতা রয়েছে। অতীতে ফ্যাসিবাদ নিয়ে বিতর্ক থাকলেও সে এর বিরোধিতাও করেছে।” শিবলী উল্লেখ করেন, জুলাই মাসে সামাজিক সহায়তার প্রত্যাশায় যখন তারা অনেক সেলেব্রিটি বুদ্ধিজীবীর দিকে তাকিয়ে ছিলেন, তখন ফারুকী তাদের পাশে ছিলেন।
এদিকে, সোমবার ও মঙ্গলবার বঙ্গভবন ও সচিবালয়ের অন্যান্য দপ্তর থেকেও শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর খবর পাওয়া গেছে।