প্রকল্পের দুর্নীতি ও অনিয়ম রোধে নতুন উদ্যোগ
প্রকল্পের বিভিন্ন ধাপে দুর্নীতি ও অনিয়মের সুযোগ রয়েছে জানিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এসব সমস্যা মোকাবিলায় নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সচিবালয়ে ক্রয় প্রক্রিয়ায় ‘পিপিএ-২০০৬’ এবং ‘পিপিআর-২০০৮’ এর বিধি-বিধান চর্চায় সীমাবদ্ধতা ও করণীয় নির্ধারণ বিষয়ে এক বৈঠকে তিনি এ কথা জানান।


ড. মাহমুদ বলেন, “প্রকল্পের পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত বিভিন্ন স্তরে দুর্নীতির সুযোগ থাকে। প্রকল্প অনুমোদন ও ক্রয় প্রক্রিয়ায় একই প্রতিষ্ঠান বারবার কাজ পেয়ে থাকে, যা কিছু নীতি ও নিয়মের কারণে হচ্ছে।” তিনি আরও বলেন, প্রকল্প পরিকল্পনার সময় থেকেই দুর্নীতির সুযোগ কমানো এবং বাস্তবায়নকালীন অনিয়ম রোধে পদক্ষেপ নেওয়া জরুরি।
টেন্ডার ব্যবস্থায় সর্বোৎকৃষ্ট নিয়মের অভাবের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “বিভিন্ন দেশে টেন্ডারিং প্রক্রিয়া বিভিন্ন রকমের হলেও দুর্নীতি কমানোর কার্যকর উপায় বের করতে হবে।”