বেক্সিমকো ফার্মায় রিসিভার নিয়োগের সিদ্ধান্ত স্থগিত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে রিসিভার নিয়োগের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে বেক্সিমকো গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানে এই আদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন আদালত।

আপিল বিভাগ নির্দেশ দিয়েছে, হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন বেঞ্চ আগামী দুই সপ্তাহের মধ্যে এই বিষয়ক রুল নিষ্পত্তি করবে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সিনিয়র বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। শুনানিতে লিভ টু আপিলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও মুস্তাফিজুর রহমান খান। অন্যদিকে রিটের পক্ষে শুনানি করেন মাসুদ আর সোবহান।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর হাইকোর্টের এক আদেশে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করার পাশাপাশি কোম্পানিগুলোর ব্যবস্থাপনায় রিসিভার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল।