ষড়যন্ত্রের শিকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

লক্সিপুর সংবাদদাতা:লক্সিপুর সংবাদদাতা:
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৪

সংগৃহীত ছবি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার অল্প সময়ের জন্য ক্ষমতায় রয়েছে এবং সরকার দেশের যেকোনো স্থানে গেলে সেখানে ষড়যন্ত্রের শিকার হচ্ছে। তিনি বলেন, “একটি চক্র পরিকল্পিতভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে, যাদের অতীতে অত্যাচার, খুন এবং সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার ইতিহাস রয়েছে।”

এ্যানি আরো বলেন, “এই চক্রটি অতীতে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ করেছিল এবং এখনো সেই ধারা অব্যাহত রেখেছে। তারা এসব হামলা চালিয়ে সরকারকে ব্যর্থ প্রমাণিত করার চেষ্টা করছে। তবে, সব ধর্মের মানুষ এবং রাজনৈতিক দল একসাথে আছেন এবং থাকবেন।”

এ্যানি আজ রবিবার (১০ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন। মানববন্ধনটি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জেলা শাখার উদ্যোগে হিরা লাল দেবনাথের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে অনুষ্ঠিত হয়। তিনি নিহত হিরার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান।

এসময়, এ্যানি বলেন, “অতীতে যারা হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি দখল করেছে, তারা ষড়যন্ত্রের মাধ্যমে আবারও হামলা চালানোর চেষ্টা করছে। তবে, হিন্দু সম্প্রদায়ের মানুষ এখন বলছেন, ‘অতীতে যেমন অত্যাচারিত হয়েছি, এখন তেমন কিছু হচ্ছে না’।”

এ্যানি তার বক্তব্যে আরও বলেন, “দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের মুখোশ উন্মোচন করতে হবে এবং তাদের চিহ্নিত করতে হবে।”

মানববন্ধনে আরো বক্তব্য প্রদান করেন জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী, লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন দেবনাথ, সাধারণ সম্পাদক শিমুল সাহা, বাজুস জেলা শাখার সভাপতি সমীর কর্মকার, সাধারণ সম্পাদক পরেশ কর্মকার ও নিহত হিরার ছেলে প্রিতম দেবনাথ প্রমুখ।

Nagad