সিলেটে শিশু মুনতাহার লাশ উদ্ধার, জড়িত সন্দেহে ৩ নারী আটক

সিলেট সংবাদদাতা:সিলেট সংবাদদাতা:
প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২৪

সিলেটের কানাইঘাটে নিখোঁজের সাত দিন পর ছয় বছরের শিশু মুনতাহা আক্তার জেরিনের মরদেহ বাড়ির পাশের খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন নারীকে আটক করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) ভোর চারটার দিকে কানাইঘাটের বীরদল এলাকার খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শিশুটির গলায় রশি পেঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়। অভিযুক্তদের মধ্যে রয়েছে মুনতাহার প্রতিবেশী শামিমা বেগম (মার্জিয়া), তার মা আলিফজান বেগম, এবং নানী কুতুবজান বেগম। এরা সকলেই কানাইঘাটের বাসিন্দা।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, রাত তিনটার দিকে এক নারী শিশুটির মরদেহ খাল থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশের মতে, মরদেহটি সম্ভবত অন্য কোথাও ফেলে দেওয়ার উদ্দেশ্যে তোলা হচ্ছিল। স্থানীয় লোকজন বিষয়টি দেখে ফেলে এবং পুলিশকে জানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সন্দেহভাজন তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।

উল্লেখ্য, মুনতাহা গত ৩ নভেম্বর বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরে এসে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলতে যায়। বিকেল গড়িয়ে গেলেও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পায়নি।

Nagad