সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত নিলো অন্তর্বর্তী সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৪

সংগৃহীত ছবি

বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষকে হয়রানির অভিযোগের কারণে এই আইন বাতিলের আলোচনা হচ্ছিল।

৪ নভেম্বর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানান, এক সপ্তাহের মধ্যেই সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে এবং এর অধীনে দায়ের হওয়া মামলাগুলোও বাতিল হবে। মতপ্রকাশে বাধা সৃষ্টিকারী অন্যান্য আইনও পর্যালোচনা করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুলও আইনটি বাতিলের পক্ষে মত দেন। তিনি বলেন, পরবর্তী সময়ে কোনো আইন প্রণয়ন করলে তা হবে নাগরিক সুরক্ষা ও সাইবার নিরাপত্তার ওপর ভিত্তি করে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া শেখ হাসিনা সরকারের আমলে আইনটি ছিল ‘ডিজিটাল নিরাপত্তা আইন’। পরবর্তীতে এটি পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করা হলেও বিতর্ক অব্যাহত ছিল। শেষ পর্যন্ত এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিলো ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার।

Nagad