১০ মহানগর-জেলায় বিএনপির কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৪

দেশের ১০ জেলা ও মহানগরে পূর্ণাঙ্গ ও আংশিক কমিটি ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (৪ নভেম্বর) দলের হাইকমান্ডের নির্দেশে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এসব কমিটি ঘোষণা করা হয়।

এতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি, চট্টগ্রাম মহানগরে আহ্বায়ক কমিটি, বরিশাল মহানগরে আহ্বায়ক কমিটি, সিলেট মহানগরে পূর্ণাঙ্গ কমিটি, মৌলভীবাজার জেলায় আহ্বায়ক কমিটি, সুনামগঞ্জ জেলায় আহ্বায়ক কমিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলায় আহ্বায়ক কমিটি, কুষ্টিয়া জেলায় আহ্বায়ক কমিটি, ময়ময়নসিংহ দক্ষিণ জেলায় আংশিক আহ্বায়ক কমিটি এবং শেরপুর জেলায় আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

তালিকাটি দেখতে ক্লিক করুন