নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, আজও আত্মবিশ্বাসী সাবিনারা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৪

‘নারী বিশ্বকাপ’খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপে আরেকটি মাহেন্দ্রক্ষণের সামনে সাবিনা খাতুনরা। টানা দ্বিতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলছে বাংলাদেশ। গত আসরে প্রথমবারের মতো টুর্নামেন্টের শিরোপা জিতেছে লাল-সবুজ জার্সিধারীরা। ২০২২ সালের আসরেও ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল নেপাল। সেবার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সাবিনারা। দুই বছরের ব্যবধানে আবারও একই মঞ্চে দুই দল।

আজ বুধবার (৩০ অক্টোবর) ফাইনালে আবারও নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা ঘরে তুলতে আত্মবিশ্বাসী বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশ সময় সন্ধ্যা পৌঁনে ৭টায় কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপালের মধ্যকার ফাইনাল ম্যাচটি শুরু হবে।

শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক নেপালের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ। কেননা, নেপাল দলের দুই ফরোয়ার্ড সাবিত্রা ভান্ডারি ও রেখা পাউডেল জুটিতে ফাটল ধরেছে। ভারতের বিপক্ষে লালকার্ড দেখায় খেলতে পারছেন রেখা। অন্যদিকে, ফাইনালের আগে বাংলাদেশ দলেও হতাশার খবর আছে। ইনজুরিতে থাকায় ফাইনালে খেলা হচ্ছে না শামসুন্নাহার জুনিয়রের। তার বদলে দেখা যাবে বয়সভিত্তিক দল থেকে ওঠে আসা সাগরিকাকে। আশার কথা হচ্ছে, দারুণ ফর্মে রয়েছেন ‘মেসি’খ্যাত তহুরা খাতুন। ভুটানের বিপক্ষে যিনি হ্যাটট্রিক করেছেন। ছন্দে ফিরেছেন অধিনায়ক সাবিনা খাতুন। গোল পেয়েছেন লেফট উইঙ্গার ঋতুপর্ণা চাকমা ও ডিফেন্ডার শিউলি আজিম।

এদিকে, সাফের শিরোপা ধরে রাখতে প্রতিজ্ঞাবদ্ধ অধিনায়ক সাবিনা খাতুন। এদিকে, অপরাজিত থাকা বাংলাদেশের বিপক্ষে বেশ সতর্ক নেপাল। স্বাগতিক কোচ রাজেন্দ্রা।