বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত, সদস্য সচিব আরিফ সোহেল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে আহ্বায়ক এবং আরিফ সোহেলকে সদস্য সচিব করা হয়েছে। এতে মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ এবং মুখপাত্র করা হয়েছে উমামা ফাতেমাকে।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমন্বয়ক সারজিস আলম এ কমিটি ঘোষণা করেন।

এ সময় সারজিস আলম বলেন, এ অভ্যুত্থানে যারা জীবন বাজি রেখে ভূমিকা রেখেছে তাদেরকে খুঁজে এনে প্লাটফর্মে অন্তর্ভুক্ত করার জন্য এ কমিটি করা হয়েছে। আমরা দ্রুততম সময়ে এটি পূর্ণাঙ্গ করব। এ কমিটি পুরো বাংলাদেশে সব কলেজ, মাদ্রাসা, জেলা, উপজেলাকে একটি কাঠামোর মধ্যে এনে সুসংহত করবে।

সারজিস জানান, আগামীতেও এই সংগঠনের অনেক কাজ করতে হবে। এজন্য সংগঠনকে সারা দেশের জেলা-উপজেলায় ছড়িয়ে দেওয়া হবে।

অন্যান্য সমন্বয়করা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানার রাজনৈতিক দল হিসেবে কখনো আবির্ভূত হতে পারে। এ ছাড়া দ্রুততম সময়ের মধ্যে এই কমিটিকে পূর্ণাঙ্গ করতে বলা হয়েছে।

চলতি বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্লাটফর্ম হিসেবে গড়ে ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

Nagad