মোহাম্মদপুরে দিনে-দুপুরে ডাকাতির অভিযোগ
রাজধানীতে দিনে-দুপুরে পণ্য সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের গাড়ি থামিয়ে ১১ লাখ ৮৫ হাজার টাকা ডাকাতির অভিযোগ উঠেছে। নেসলে কোম্পানির গাড়ি আটকিয়ে ছয় ছিনতাইকারী এই কাজ করেন। আজ রোববার (২০ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং লিমিটেড এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল সোয়া ১০টার দিকে বেড়িবাঁধ সড়ক হয়ে লিমিটেড ৩ নম্বর সড়ক দিয়ে যাচ্ছিল নেসলে কোম্পানির পণ্য পরিবহণকারী একটি গাড়ি। ওই সড়কে কালভার্টের সামনে আসতেই চারটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন গাড়িটির গতিরোধ করে। এ সময় মোটরসাইকেল আরোহীরা তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে গাড়ির সামনের গ্লাসে আঘাত করেন। এতে গ্লাস চুরমার হয়ে যায় এবং চালক গাড়িটি থামাতে বাধ্য হন।


গাড়িচালক মোহাম্মদ আলী গণমাধ্যমকে বলেন, মোটরসাইকেলে আসা সবার হাতে অস্ত্র ছিল। গ্লাসে এলোপাথাড়ি আঘাত করে। আমরাও আঘাত পেয়েছি। গাড়িতে টাকার ব্যাগ ও চেক ছিল। সব নিয়ে গেছে। ঘটনাটা সবার সামনে ঘটলেও কেউ বাধা দেয়নি, কেউ এগিয়েও যায়নি। ওই সময় রাস্তায় এত লোক ছিল, যদি সবাই এগিয়ে আসত, ডাকাতরা ডাকাতির সুযোগ পেত না, উল্টো ধরা পড়ত।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিক বলেন, মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকায় নেসলে গাড়ি থেকে টাকা ছিনতাইয়ের ঘটনাস্থলে গেছে পুলিশ। তবে কত টাকা ছিনতাই হয়েছে এ বিষয়ে আমরা নিশ্চিত করে বলতে পারছি না। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।