দেশে ফিরছেন না সাকিব, আমাকে নিয়ে খেলবেন না-ভিডিও বার্তায় সাকিব

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৪

চরম নাটকীয়তার পর দেশে ফেরার পরিকল্পনা থেকে সরে এসেছেন সাকিব আল হাসান। দেশের উদ্দেশ্যে রওনা দিলেও দুবাই থেকেই যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন বাংলাদেশের সর্বকালের সেরা এই ক্রিকেটার। দুবাই থেকে সাকিব নিজেই জানিয়েছেন, তার এখন দেশে আসা হচ্ছে না।

সাকিব আল হাসান চেয়েছিলেন শেষটা দেশে করতে। নিজের চেনা মাঠে। চেনা মানুষের সামনে। কিন্তু ৫ আগস্টের পরবর্তী সময়টা ছিল না তার অনুকূলে। আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিব তখন অনেকের কাছেই খলনায়ক। সাকিব চাইলেন নিরাপত্তা। শুরুতে নেতিবাচক মন্তব্য। এরপর নম্র হলো বিসিবি ও সরকারের মনোভাব। বিভিন্ন পর্যায় পেরিয়ে শেষ পর্যন্ত ঢাকার উদ্দেশে যাত্রাও শুরু করেন সাকিব।

কিন্তু থামতে হলো দুবাইয়ে। নাটকীয় এক পরিস্থিতির মুখে দাঁড়িয়ে সাকিবকে ফিরিয়ে দেওয়া হলো।

দেশে যখন সাকিবকে নিয়ে আলোচনা তুঙ্গে, একই সময়ে আবুধাবি টি-টেন লিগের ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে।

মুহূর্তেই ভাইরাল হয়ে যাওয়া ভিডিওটিতে সাকিবকে বলতে শোনা যায়, ‘আমার জীবন, আমার নিয়ম। আমার স্টাইল, আমার মনোভাব। আপনি আমাকে ঘৃণা করতেও পারেন বা ভালোবাসতেও পারেন। আমি কেয়ার করি না। কিন্তু আমাকে নিয়ে খেলবেন না।’

ভিডিওটি গতকাল (বৃহস্পতিবার) সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হলেও পুরোনো ভিডিও বলেই জানা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, সর্বশেষ আসরে খেলার কোনো এক সময় ভিডিওটির শুটিং করা হয়ে থাকতে পারে। সাকিবকে নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যেই ভিডিওটি প্রকাশ্যে আনল ফ্র্যাঞ্চাইজিটি।

Nagad

এদিকে বৃহস্পতিবার একটি ভার্চুয়াল মিটিং করে বিসিবি। সেই মিটিংয়ে দেশে ফিরতে সাকিবকে নিষেধ করা হয়। বিসিবির পরামর্শ অনুযায়ী ফ্লাইটও বাতিল করে দিয়েছেন সাকিব।

যদিও গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ অক্টোবর শুরু প্রথম টেস্টের দল ঘোষণা করা হয়েছে তাকে রেখেই। নির্বাচকরা বিসিবির সবুজ সংকেত পেয়েই তাকে দলে রেখেছিলেন। আর বিসিবি সবুজ সংকেত পেয়েছিল সরকারের কাছে। তারপরও হঠাৎ করে সাকিবের নিরাপত্তা কেন একটা ইস্যু হয়ে গেলে, সেটি জানা যায়নি। এ ব্যাপারে বিসিবির কাছ থেকেও এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা আসেনি।

সাকিবের দেশে আসার খবর জেনে বুধবার (১৬ অক্টোবর) শিক্ষার্থীরা তার কুশপুত্তলিকা পোড়ান। সাকিব দেশে ফিরলে তারা বিক্ষোভ করবে বলে ঘোষণাও দেন। তাকে যেন স্টেডিয়ামে না ঢুকতে না দেওয়া হয়, এ জন্য বিসিবির কাছে আবেদন জানাবে শিক্ষার্থীরা। আজ দুপুরে বিসিবিতে স্বারকলিপি জমা দিতে যাবেন তারা। অন্যান্য শিক্ষার্থীদের বিসিবিতে আসার আহ্বানও জানিয়েছেন এসব শিক্ষার্থী।