রেকর্ড ভেঙে দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার মনন
গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের রেকর্ড ভেঙে দেশের সর্বকনিষ্ঠ অন্তর্জাতিক মাস্টার হয়েছেন মমন রেজা নীড়। গত জুলাইয়ে মাত্র ১৪ বছর বয়সে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিলেন। এবার গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের রেকর্ড ভেঙে তিনি হয়ে গেলেন দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার।
হাঙ্গেরিতে অনুষ্ঠানরত গ্র্যান্ডমাস্টার প্রতিযোগিতায় কাল ৮ খেলায় ৬ পয়েন্ট পেয়েছে মনন। তাতেই নিজের তৃতীয় ও শেষ আন্তর্জাতিক নর্মটি হয়ে গেছে তার। ১৪ বছর ৩ মাস বয়সে তিনি আন্তর্জাতিক মাস্টারের খেতাব পেলেন। এর আগে ১৫ বছর ৫ মাসে আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন কিংবদন্তি দাবাড়ু নিয়াজ মোরশেদ।


২০১০ সালের ১৮ জুন জন্মগ্রহণ করেন মনন। আন্তর্জাতিক মাস্টার হতে ২৪০০ রেটিং ও তিনটি নর্ম প্রয়োজন। মননের রেটিং এখন ২৪০০-এর বেশি। ফলে আনুষ্ঠানিকভাবে খেতাব পেতে তাকে অপেক্ষা করতে হবে না। শুধু তাই নয়, আজ হাঙ্গেরির পেজেস্তোস ব্লাজাসকে হারাতে পারলে মননের প্রথম গ্র্যান্ডমাস্টার নর্মও হয়ে যাবে।