নতুন শিক্ষাক্রম সব ক্ষেত্রে উপযোগী নয়: শিক্ষা উপদেষ্টা
নতুন শিক্ষাক্রম সব ক্ষেত্রে উপযোগী নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, এক্ষেত্রে পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হবে। তবে যেসব শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে ঢুকে পড়েছে, তাদের বিপাকে ফেলে আগের শিক্ষাক্রমে ফেরত যাওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।
রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম অফিসে এসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।


দেশের শিক্ষায় বেহাল অবস্থা চলছে জানিয়ে তিনি বলেন-আমাদের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়গুলো অভিভাবক শূন্য। সেগুলো যত দ্রুত সম্ভব চালু করতে হবে। এটা আমাদের জন্য একটা সুযোগও। আমরা চাইব সত্যিকারের শিক্ষানুরাগী, যোগ্য ব্যক্তি যাতে আসে। এখানে এতদিন ধরে বড় ধরনের অবমূল্যায়ন হয়েছে।
উপদেষ্টা বলেন, শিক্ষক-ছাত্র সম্পর্ক এটাও রাজনীতিকীরণ, দলীয়করণ করা হয়েছে। এখানে শিক্ষকদের সঙ্গে ছাত্রদের সম্পর্কের অবনতি হয়েছে। আমরা চাইব এটা যাতে আর না হয়।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘তাদের আমরা অস্বস্তিতে পড়তে দেব না। আমি বলছি না যে শিক্ষাক্রম এখনই বাতিল করে দেব, বরং পরিমার্জন করা হবে।’