রাজশাহীতে পুলিশের গাড়িতে হামলা, আটক ৮
রাজশাহীতে পুলিশের গাড়িতে হামলা হয়েছে। বুধবার (৩১ জুলাই) বেলা পৌনে ৩টার দিকে নগরীর মহিষবাথান এলাকায় রাজপাড়া থানা-পুলিশের একটি পিকআপ লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে আশপাশে অভিযান চালিয়ে পুলিশ অন্তত ৮ জনকে আটক করে। এরমধ্যে তিনজন শিক্ষার্থীও রয়েছে। তারা ঢাকায় সেনাবাহিনী পরিচালিত একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
পুলিশ জানায়, কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বুধবার রাজশাহীর আদালতের সামনে সমাবেশ করার একটি তথ্য ছিল। এ জন্য জেলা প্রশাসকের কার্যালয়, আদালত চত্বর এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার ছিল। বেলা পৌনে ৩টার দিকে মহিষবাথান এলাকার একটি গলি সড়কের ভেতর দিয়ে পুলিশের টহলে থাকা গাড়িটি আসছিল। তখন দুর্বৃত্তরা গাড়িটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কোন পুলিশ সদস্য আহত না হলেও গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর অতিরিক্ত পুলিশ এসে দুর্বৃত্তদের ধরতে অভিযান শুরু করে। বিকাল ৪টা পর্যন্ত ৮ জনকে আটক করে থানায় নেওয়া হয়। এরমধ্যে ওয়াকিউর রহমান শাওন, তানভীর আনজুম রাকিন ও রবিন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাদের বাড়ি রাজশাহীতেই।


রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক বলেন, ‘ঘটনাস্থল থেকে ৮-১০ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে কোটাবিরোধী শিক্ষার্থীরা আদালত চত্ত্বরে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করবেন এমন খবর পেয়ে বুধবার সকাল থেকেই ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও ছিলেন। তবে শিক্ষার্থীদের ওই এলাকায় জমায়েত হতে দেখা যায়নি।