ব্লকেড কর্মসূচি: ‘জনদুর্ভোগ সৃষ্টি করলে পুলিশ প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা’
আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা-নেওয়া হবে বলে জানিয়েছেন -ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ: মহিদ উদ্দিন।
তিনি বলেছেন, কোটা নিয়ে গতকাল বুধবার আদালত একটি নির্দেশনা দিয়েছেন। সে পরিপ্রেক্ষিতে আর কোটা নিয়ে আন্দোলনের কোনও অবকাশ নেই। আমরা অনুরোধ করব, আন্দোলনকারী শিক্ষার্থীরা আর নতুন করে জনদুর্ভোগ সৃষ্টির মতো কর্মসূচি দেবেন না, অন্তত এই চার সপ্তাহ। এরপরেও যদি আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করা হয়, তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।


বৃহস্পতিবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত জরুরি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ড. খ মহিদ উদ্দিন বলেন, গত পহেলা জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলন রাজধানীবাসির দুর্ভোগের সৃষ্টি করেছে। তারপরও আমাদের পেশাদারিত্বের স্থান থেকে আন্দোলনের সুযোগ দিয়েছি। তাই আমাদের অনুরোধ মহানগরবাসীর দুর্ভোগ লাগবে শিক্ষার্থীরা তাদের আন্দোলন থেকে সরে আসা উচিৎ।
‘তারপরও কেউ বিশৃঙ্খলা তৈরি করলে দেশের প্রচলিত আইন কার্যকর আছে, সেটি যে জায়গায় থাকার কথা সে জায়গায় থাকবে।’
আদালতের রায়ের পরও শিক্ষার্থীরা সড়ক অবরোধেরে মতো কর্মসূচিতে নামলে পুলিশ বিধিমোতাবেক ব্যবস্থা নেবে কি না—এমন প্রশ্নের জবাবে খ. মহিউদ্দিন জানান, পুলিশ অবশ্যই বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে। শিক্ষারর্থীদের প্রতি আমাদের পেশাগত এপ্রোচ ছিল, সেটি পরবর্তীতেও রাখতে চাই। আমরা আশা করি শিক্ষারর্থীরাও সেটি অনুধাবন করবে।’
তিনি বলেন, আমরা অবশ্যই বদ্ধপরিকর, যারা আন্দোলন করে তাদের যেমন অধিকার আছে, আবার যারা প্রতিবন্ধকতার মুখে পড়ছেন তাদেরও অধিকার আছে প্রতিবন্ধকতার মুখে না পড়ার। সেটি আমরা নিশ্চিত করব।