ঢাকায় রেকর্ড বৃষ্টি, আরও ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়া, বৃষ্টির সম্ভাবনা
ঘূর্ণিঝড় রেমাল উপকূলীয় ১৯টি জেলায় ব্যাপক তাণ্ডব চালিয়ে এর প্রভাব বিস্তার করেছে রাজধানী ঢাকায়ও। ঘূর্ণিঝড়ের কেন্দ্র অতিক্রমকালে এর ছাপ রেখে গেছে রাজধানীতে। এর প্রভাবে ঢাকায় অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এবার রাজধানীসহ দেশের আরও ১৭ অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ৬০-৮০ কিলোমিটার বেগে বজ্র-বৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২৭ মে) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানান।


আবহাওয়া অফিস জানায়, রাত ১টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে গতরাত থেকেই থেমে থেমে বৃষ্টি শুরু হয় রাজধানীতে। কখনো মুষলধারে আবার কখনো ঝিরঝির করে পড়ে বৃষ্টি। এতে রাজধানীর অনেক সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। কর্মদিবসে এমন বৃষ্টি আর জলাবদ্ধ পরিস্থিতির কারণে ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। বিশেষ করে অফিসগামী মানুষদের সীমাহীন কষ্ট পোহাতে হয়। বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমেছে। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েন নগরবাসী। পানি জমে থাকায় এখনো রাজধানীর বিভিন্ন সড়কে ভোগান্তি অব্যাহত রয়েছে।