১৪ দলীয় জোটের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২৩ মে
আগামী বৃহস্পতিবার (২৩মে) ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠিক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এই বৈঠকের সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি। এরই মধ্যে ১৪ দলের শরিকদের বৈঠকের বিষয়ে জানানো হয়েছে।


৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম ১৪ দলের আনুষ্ঠানিক বৈঠক হচ্ছে।
জোটের অন্যতম শরিক দল বাসদ আহ্বায়ক রেজাউর রশিদ খান বলেন, আগামী ২৩ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে জোট শরিকদের নিয়ে বসবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, জাতীয় নির্বাচনের পর জোট নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোটসঙ্গীদের নিয়ে বসতে চাইছেন। এ বৈঠকে জোটের শরিক দলগুলোর নেতারা অংশ নেবেন। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হবে তার কোনো এজেন্ডা দেওয়া হয়নি।
সূত্র বলছে, ১৪ দলের বর্তমান অবস্থান ও হতাশা নিয়েই বৈঠকে আলোচনা হবে।