আজ ১৭ মে, বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস

আজ ১৭ মে। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস । এটি একটি আন্তর্জাতিক দিবস। টেলিকম খাতের অষ্টম বৃহত্তম দেশ বাংলাদেশও পালন করছে দিনটি। এবারের প্রতিপাদ্য ডিজিটাল উদ্ভাবন: টেকসই উন্নয়ন। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তি খাতের সম্ভাবনা কাজে লাগাতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে হবে। ভিশন-২০৪১ বাস্তবায়নে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী।

১৮৬৫ সালের ১৭ মে ফ্রান্সের প্যারিসে আন্তর্জাতিক টেলিগ্রাফ কনভেনশন স্বাক্ষরের মাধ্যমে হয় প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক টেলিগ্রাফ ইউনিয়ন। পরবর্তীতে আন্তর্জাতিক টেলিগ্রাফ ইউনিয়ন ও ১৯০৬ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক রেডিও টেলিগ্রাফ ইউনিয়ন এর একত্রিত নাম হয় আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন বা (আইটিইউ)। ১৯৬৯ সালের পর থেকে প্রতি বছর বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালন করা হয়ে থাকে।

দিবসটি উপলক্ষে আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয়ভাবে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।