বায়ার্নের এমন বেহাল দশা! এমবাপ্পের কীর্তিতে পিএসজির জয়

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৪

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় অপ্রত্যাশিত হার দেখেছে বায়ার্ন মিউনিখ। বায়ার্নের অপ্রতিরোধ্য যাত্রা থামল লাৎজিও এর বিপক্ষে ম্যাচ দিয়ে। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাউরিজিও সারির দলের কাছে ১-০ গোলে হেরে গিয়েছে বায়ার্ন। শেষ ষোলোর প্রথম লেগে এমন হারের পর হুমকিতে আছে তাদের শেষ আটের অংশগ্রহণ। শেষ ১২ বছরে কেবল একবারই এমন দিন দেখতে হয়েছে বায়ার্নকে।

৬৯ মিনিটে লাৎসিওর গোলটি আসে পেনাল্টির কল্যাণে। ৬৭ মিনিটে বায়ার্নের ডিফেন্ডার দায়োত উপামেকানো গুস্তাভ ইসাকেনের ওপর বাজে চ্যালেঞ্জ করলে সরাসরি লাল কার্ড দেখেন ফরাসি তারকা। তাতে স্পট কিক থেকে জাল কাঁপাতে কোনও ভুল হয়নি সিরো ইম্মোবিলের। পুরো ম্যাচেই নখতদন্তহীন ছিল বায়ার্ন।

বায়ার্নের ব্যর্থতার দিনে অবশ্য কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। শেষ ষোলোর প্রথম লেগে তারা রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়েছে। যদিও স্কোর লাইন দেখে বোঝার উপায় নেই যে, জয়টা ছিল কষ্টার্জিত।