ভূরুঙ্গামারীতে শীতার্তদের মাঝে জেলা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (২৮ জানুয়ারি) বেলা ১১ টায় ভূরুঙ্গামারী উপজেলার ডাক বাংলো চত্বরে চারশত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন, ভারপ্রাপ্ত জেলা পরিষদ চেয়ারম্যান মিনহাজুল ইসলাম আইয়ুব।


জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনহাজুল ইসলাম বলেন, অন্য জেলা গুলোর থেকে কুড়িগ্রাম জেলায় শীতের প্রকোপ বেশি হওয়ায় অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় ভূরুঙ্গামারীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো।
শীতবস্ত্র হাতে পেয়ে খুশি অসহায়, দরিদ্র মানুষগুলো জেলা পরিষদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য জহির উদ্দিন ব্যাপারী, মাসুদা ডেইজি, ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুন, চঞ্চল চৌধুরী প্রমুখ।