লিগ ওয়ান: পয়েন্ট হারিয়েও টেবিলের শীর্ষে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৪

লিগ ওয়ানে ব্রেস্টের বিপক্ষে প্রথমার্ধে জোড়া গোল ব্যবধানে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ২-২ গোল ব্যবধানের ড্রয়ে মাঠে ছেড়েছে পিএসজি।

লিগ ওয়ানে রোববার (২৮ জানুয়ারি) রাতে ম্যাচের প্রথম হাফে দুই গোলে এগিয়ে থাকার পরও, শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে ফরাসি চ্যাম্পিয়নরা।

ম্যাচের ৩৮তম মিনিটেই দলকে এগিয়ে দেন মার্কো অ্যাসেনসিও। বারকোলার পাস থেকে লক্ষ্যভেদ করেন তিনি। আর প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে লিড বাড়ান কোলো মুয়ানি। এতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।

এরপর বিরতি থেকে ফিরেই সমতায় ফেরে ব্রেস্ট। ম্যাচের ৫৫তম মিনিটে ব্রেস্টের হয়ে ব্যবধান কমান মাহদি কামারা।

এরপর ম্যাচের ৮০তম মিনিটে দলকে সমতায় ফেরান পেরেইরা। তবে ম্যাচের ইনজুরি টাইমে তর্কে জড়িয়ে জোড়া হলুদ কার্ডের পর লাল কার্ড দেখেন পিএসজির ব্র্যাডলি বারকোলা। শেষ পর্যন্ত সমতায় থেকেই শেষ হয় ম্যাচটি।

এতে টানা দুই জয়ের পর লিগে পয়েন্ট হারাল ফরাসি জায়ান্টরা। তবে এই ম্যাচে ড্রয়ের পরও লিগ টেবিলে রাজত্ব করছে পিএসজি। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৪৪। সমান ম্যাচে ৩৫ পয়েন্টে টেবিলের তিনে ব্রেস্ট

Nagad